rr

Friday, 26 September 2014

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিলিট করা ফাইল ফিরিয়ে আনুন সহজেই!!

Cover artঅনেক সময় স্মার্টফোনে থাকা প্রয়োজনীয় কোনো ফাইল ভুলে ডিলিট হয়ে যায়। নানা চেষ্টার পরও তা মেমোরি কার্ডে খুঁজে পাওয়া যায় না। তবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা চাইলে তা ফিরিয়ে আনতে পারবেন।
এজন্য ব্যবহার করতে হবে ‘রিসাইকেল বিন’ নামের অ্যাপ্লিকেশনটি। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে যেমনটি থাকে রিসাইকেল বিন। এ অ্যাপের কাজও অনেকটা সেরকম।
বেখেয়ালে ডিলিট হওয়া ফাইলগুলো এ অ্যাপে জমা হয়ে থাকবে। ফলে অ্যাপটিতে গিয়ে প্রয়োজনীয় ফাইলটি উদ্ধার করা যাবে। বাড়তি সুবিধা হলো এটি ইন্টারনেট ছাড়াও কাজ করবে।
এক নজরে ফিচারগুলো
১. অডিও ও ডিডিও, ছবি, ডকুমেন্টসহ সকল ধরনের ফাইল সর্মথন করে অ্যাপ্লিকেশনটি।
২. কোনো ঝামেলা ছাড়া এক ক্লিকে ডিলিট হওয়া ফাইলকে রিস্টোর করা যাবে।
৩. ইন্টারনেট সংযোগ ছাড়াও সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপটি।
৪. একটি নির্দিষ্ট সময় পর ব্যাকআপ ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করার ফিচার রয়েছে এতে। অনেক সময় ডিলিট হওয়া অযথা অনেক ফাইল জমা হয়ে স্মার্টফোনের মেমেরি দখল করে । এ ফিচার সেই সমস্যাও দূর করবে।
৫. জাপানি, ফ্রান্স, চীন, জার্মানসহ অনেকগুলো ভাষা সমর্থন করে এটি।
ডাউনলোড লিঙ্কঃ
প্লে-ষ্টোরঃ https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster&hl=en

MDRAK

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 TECH 2U BD.

Designed by Templateism |