আমরা হলাম সাধারন মানুষ। অনেকের মধ্যে DSLR কেনার জন্য হয়ত সামর্থ নেই। তাই তাদের মধ্যে আমার কতগুল বন্ধু আছে যারা DSLR দিয়ে ছবি তুলে। কিন্তু আমার স্বভাব হল অন্যের কাছে কিছু চাইতে খারাপ লাগে। কিন্তু অদের ছবি ফেসবুকে দেখে আবার হিংসাও হয়। পরে আমার মনে পরল, আরে ফটোশপতো সব পারে। তাই নিজেই একটু চেষ্টা করে দেখি ছবিকে DSLR এর রূপ দেউয়া যায় কিনা। আমার চেষ্টা বিফল হয়নি। প্রথম চেষ্টাই সফল হল। আমার বন্ধুরা দেখে বলল DSLR কার? তাই ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তাই কি-বোর্ড নিয়ে বসে পরলাম। যদি ফটোশপ ব্যবহার করে সব করা যায় তাহলে আর ৩৫-৫০ হাজার টাকা দিয়ে DSLR কিনে লাভ কি? তাহলে শুরু করা যাক।
আমারা সবাই জানি DSLR দিয়ে তোলা ছবিতে চেহারা বা দেহ ছাড়া জায়গা ছাড়া বাকি জায় গা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঘোলা থাকে। এর ফলে আপনার চেহারায় ফোকাস দেয় যার ফলে চেহারাটা সুন্দর দেখতে লাগে। যদি আপনারা আপনাদের কোনো ছবিতে DSLR এর রূপ দিতে চান তাহলে ফটোশপ CS3 বা এর ও পরের কোনো ভার্সন দিয়ে ছবি ওপেন করে বসে পরুন। তারপর কি করবেন তা আমি বলছি।
- প্রথমে Quick Silection Tool দিয়ে আপনার চেহার বা নির্দিষ্ট যায়গা চিত্রের মত সিলেক্ট করুন।
- এবার CTRL + Shift + I চাপুন। এতে সিলেক্ট করা জায়গা ছাড়া অন্য সকল যায়গা সিলেক্ট হয়ে যাবে।
- এবার চিত্রের মত মেনুবার থেকে Filter>Blur>Lens Blur সিলেক্ট করুন।
- চিত্রের মত সবকিছু দিয়ে বের হয়ে আসুন। এবং CTRl + D চেপে সিলেক্ট করা অংশ ডিসসিলেক্ট করে দিন।
- এবার টুলবার থেকে ব্লার টুল সিলেক্ট করুন এবং Strength দিন 50%।
- এবার ব্রাশের সাইজ করে দিন 60px। এবং আপনার দেহের চারপাশে তা দিয়ে কোণাগুলো মসৃণ করে দিন।
- তাহলে আপনি নিম্নের মত ছবি পাবেন...
0 comments:
Post a Comment