rr

নীতিমালা

টেক 2ubd এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা । বাংলা ভাষায় টেকনোলজি কে এগিয়ে নেওয়ার লক্ষে টেকগল্প এর যাত্রা শুরু করা হয় । বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে আছে অতি শিগ্রই এটি আরও আধুনিক করা হবে। আমরা আশা করব আপনারা সবাই আমাদের সাথে এই ব্লগকে এগিয়ে নিতে সাহায্য করবেন। টেকনোলজি বিষয়ক বিভিন্ন কিছু আপনি যা জানেন যা আপনি মনে করেন আপনি আর একজনকে এটা শিখাতে পারবেন বা আরএকজনের সাথে শেয়ার করতে পারবেন তাহলে আপনি এই ব্লগে লিখে তা করতে পারেন আবার আপনি নিজেও এখান থেকে শিখতে পারেন এবং মন্তব্যর মাধ্যমে আলোচনায় অংশ গ্রহন করতে পারবেন । লেখা জমাদান আথবা মন্তব্য করার ক্ষেত্রে নিম্নোক্ত নীতিমালা সমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে । অন্যথায়, টেক 2ubd এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
লেখা পোষ্ট সংক্রান্ত নীতিমালা
  • জমা দেওয়া লেখা অবশ্যই টেকনোলজি বা প্রযুক্তি বিষয়ক হতে হবে । টেকনোলজি বা প্রযুক্তি বহির্ভুত যেকোন লেখা মুছে ফেলা হবে।
  • টেকনোলজি বহির্ভুত কোন লেখা অন্যান্য বিভাগে লেখা যাবে যদিও এই বিষয়ক লেখার অবশ্যই গ্রহন যোগ্যতা থাকতে হবে।
  • একজন লেখক শুধু দিনে ৩ বার অন্যান্য বিভাগে লিখতে পারবে। আর টেকনোলজি বিষয়ক লেখা যত ইচ্ছা লিখতে পারবে।
  • লেখা মানসম্মত না হলে কর্তৃপক্ষ যেকোন সময় এটি মুছে ফেলতে পারবে।
  • লেখা লেখকের নিজের হতে হবে। কপি করা লেখা গ্রহন করা হবে না। প্রকাশিত কোন লেখা কপি করে জমা দেয়া হয়েছে প্রমাণিত হলে, সেই লেখা মুছে দেয়া হবে এবং লেখককে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
  • লেখা অবশ্যই বাংলায় লিখতে হবে।
  • লেখকের লেখায় যে কোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন করার অধিকার কর্তৃপক্ষের থাকবে।
মন্তব্য সংক্রান্ত নীতিমালা
  • মন্তব্যে কোন প্রকার আপত্তিকর এবং বাজে শব্দ ব্যবহার করা যাবে না।
  • লেখক-পাঠক কাউকে হেয় করার উদ্দেশ্যে কোন মন্তব্য করা যাবে না।
  • কেউ একাধিক বার আপত্তিকর মন্তব্য করলে তাকে নিষিদ্ধ করা হবে তার একাউন্ট বাতিল করা হবে।
  • মন্তব্যে কোন সাইটের প্রচারনার উদ্দেশ্যে কোন লিংক দেয়া যাবে না । তবে পোস্টের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোন কিছুর সর্বাধিক দুটি লিংক দেয়া যাবে।

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 TECH 2U BD.

Designed by Templateism |