rr

Sunday, 14 September 2014

নিয়ে নিন এন্ড্রোয়েডের কিছু সেরা এপস

১. Automatic Call Recorder : এটি এন্ড্রোয়েডের জন্য সবচেয়ে ভাল কল রেকর্ডার। এটা ব্যাবহার অনেক সহজ তবে বেশ কার্যকরী। এটি আপনার ফোনের ইনকামিং এবং আউটগোয়িং সকল কল অটমেটিক রেকর্ড করতে সক্ষম। চাইলে মেনুয়ালিও সেটিং করে নিতে পারবেন।
ডাউনলোড করুন (২.৫ এমবি)
২. Ultimate Call Blocker : এটা এন্ড্রোয়েডের একটা বেষ্ট কল ব্লকার এপ। নির্দিষ্ট কারো কল ব্লক করতে পারবেন অথবা আপনার কন্টাক্টস-এ সেভ করা নেই সেইসকল নাম্বার ব্লক করতে পারবেন এছাড়াও আরো অনেক অপশন পাবেন। আবার ব্লক করা নাম্বার কতবার কল দিয়েছিল তাও দেখতে পারবেন।
ডাউনলোড করুন (৫৪৬ কেবি)
৩. File Hide Expert : ফাইল হাইড এপসগুলোর মধ্যে বেষ্ট একটা এপ এটা। এটা দিয়ে যেকোন ফাইল এবং ফোল্ডার সহজেই হাইড করতে পারবেন। চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন এপটিতে। অন্য ফাইল হাইড এপসগুলোতে হাইড দিলে হাইড হতে অনেক সময় লাগে কিন্তু এই এপে সেকেন্ডে সম্পুর্ন একটা ফোল্ডার হাইড করে ফেলতে পারবেন।
ডাউনলোড করুন (১৯৯ কেবি)
৪. Internet Speed Meter Lite : এই এপ দিয়ে নেট ইউজ করার সময় ডাটা স্পিড সরাসরি স্টেটাসবারে দেখতে পারবেন। এবং সারামাসের ডাটা ইউজেস এর হিসাব রাখতে পারবেন। নেট ইউজারদের জন্য বেশ কাজের একটি এপ।
ডাউনলোড করুন (১ এমবি)
৫. Loader Droid : এন্ড্রোয়েডের জন্য বেষ্ট একটি ডাউনলোডার হলো লোডারড্রয়েড। এতে রয়েছে দারুন দারুন সব ফিচার। আমার কাছে সবচেয়ে যেটা ভাল লাগে সেটা হলো অটো রিজিউম ফিচার। কোন কারনে ডাউনলোড বন্ধ হয়ে গেলে আবার নিজে থেকেই রিজিউম করতে পারে। আর আউটডেটেড লিংকের জন্য লিংক রিপলেসমেন্ট ফিচারটা এককথায় দারুন।
ডাউনলোড করুন (২.৭ এমবি)
৬. Ringdroid : রিংটোন বানানোর জন্য নিঃসন্দেহে এটি একটি বেষ্ট এপ। যে কোন অডিও গান থেকে রিংটোন বানাতে পারবেন। এটা ব্যাবহার করা খুব ইজি। গানের যে অংশটুকু রিংটোন বানাতে চান সিলেক্ট করুন ব্যাস।
ডাউনলোড করুন (৩৪৭ কেবি)
৭. Java Emulator : হ্যা এটা জাভা ইমুলেটর। জাভা সফটওয়্যার এবং গেম চালাতে পারবেন এটা দিয়ে অর্থাত .jar ফরম্যাটের সবকিছু চালাতে পারবেন। এটা দিয়ে যেকোন জাভা সফটওয়্যার চালানো গেলেও গেমের বেলা শুধুমাত্র জাভা টাচ গেমগুলা চালাতে পারবেন যেহেতু এন্ড্রোয়েড মোবাইলগুলো টাচ সিস্টেমের। আমি নিজে এটা দিয়ে জাভা সফট আর গেম চালাই।
ডাউনলোড করুন (১.৮ এমবি)
৮. Text ME আপনারা এন্ড্রয়েড ফোন দিয়ে ফ্রি কথা বলুন পৃথিবীর যে কোন নম্বরে একদম ফ্রি। এর জন্য আপনার কোন টক টাইম কিনতে হবেনা্, শুধু সহজ কিছু পথ অবলম্বন করলে ইচ্ছা মত কথা বলতে পারবেন। কি ভাবছেন, এটা VOXOX কিনা? না, মোটেই না। এই এপসের নাম হলো Text ME. এপসটি প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি পাবেন।

MDRAK

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 TECH 2U BD.

Designed by Templateism |