rr

Monday, 22 September 2014

আপনার চমৎকার ই-কমার্স সাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস এর ৭টি ফ্রী ই-কমার্স প্লাগিন

বর্তমানে অধিকাংশ মানুষ ই-কমার্স নির্ভর হয়ে পরছে। তারই যের ধরে বারছে ই-কমার্স ওয়েবসাইট ও!
ইন্টারন্যাশনাল জগতে Amazon ও eBay 'র মত ওয়েবসাইট গুলো বেশ ভালো ব্যবসা করছে। উন্নত দেশের মত বাংলাদেশেও শুরু হয়েছে ই-কমার্স ধারা। বাংলাদেশে দিনে দিনে ই-কমার্স সেবার মান বৃদ্ধি পাচ্ছে, সাথে বৃদ্ধি পাছে ই-কমার্স ওয়েবসাইট ও। এখন সাধারণ জনগণ ও ধীরে ধীরে অনলাইন শপিং এ অভ্যস্ত হয়ে যাচ্ছে। মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করে শপিং করার মনমানসিকতা তাদের কমে গেছে। তারা এখন যেকোনো ধরনের কেনাকাটায় অনলাইন শপ অর্থাৎ ই-কমার্স এর উপর নির্ভরশীল হচ্ছে।
মোট কথা বাংলাদেশে ই-কমার্স এর জোয়ার শুরু হয়ে অন্যান্য উন্নত দেশের মতই। যেমনি ভাবে ভোক্তারা নির্ভর করছে ই-কমার্স ওয়েবসাইট এর উপর, তেমনি ব্যবসায়ীরাও ই-কমার্স এর মাধ্যমে তাদের ব্যবসার প্রসার ঘটাতে ব্যস্ত। ই-কমার্স এর এই জোয়ার কে ধরে রাখতে সকল ভালো মানের ব্যবসায়ী ইন্টারনেট ও ই-কমার্স নির্ভর হচ্ছেন।
আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনারও উচিৎ অতি দ্রুত ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা। বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট তৈরিতে ওয়ার্ডপ্রেস বহুল ভাবে ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ডপ্রেস এর অনন্য ফিচার, দারুন কাস্টমাইজ করার সুবিধা ইত্যাদি আপনাকে দিবে আপনার মনের মত অসাধারণ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার সুবিধা।
সম্প্রতি ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন 3.8 রিলিজ পেয়েছে। এতে অনেক গুলো গুরুত্তপুর্ন আপডেট রয়েছে। এর সবচেয়ে আকর্ষণীয় আপডেট টি হলো এতে এডমিন প্যানেল এর থীম পরিবর্তন করা যায়। প্রায় ৬ টি কালারের থীম রয়েছে। এবং এডমিন প্যানেল কে রিডিজাইন ও করা হয়েছে। এডমিন প্ল্যানেল টি ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে।
ওয়ার্ডপ্রেস এ ই-কমার্স ওয়েবসাইট করতে নিচের ৭টি প্লাগিন সম্পর্কে আপনাকে জানতেই হবে।

Cart66 Lite

Cart66 Lite আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য দারুন একটি ই-কমার্স প্লাগিন। অন্যান্য ই-কমার্স প্লাগিনের তুলনায় এটি হালকা কিন্তু শক্তিশালী। এটির সাহায্যে আপনি আপনার ডিজিটাল এবং ফিজিক্যাল পণ্য ও বিক্রি করতে পারবেন। এতে রয়েছে একাধিক শিপিং ও কারেন্সি অপশন যা আপনার ব্যবসাকে আন্তর্জাতিক ভাবে প্রসার করবে। আপনি বিভিন্ন পেজ এ এড বসাতে পারবেন এবং এফিলিয়েট মার্কেটিং ও করতে পারবেন অতিরিক্ত আয়ের জন্য।

EShop Plugin

eShop একটি সহজে ব্যবহার যোগ্য প্লাগিন। এতে সহজ কন্ট্রোল সিস্টেম এবং অনেকগুলো প্রোডাক্ট লিস্টিং সিস্টেম রয়েছে। eShop এ প্রোডাক্ট এড করা ও সেটিংস কাস্টমাইজ করা সহজ। এতে ব্রাউজিং ও কেনার অপশন ও খুবি সহজ। এতে একাধিক মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে, একাধিক শিপিং অপশন ইত্যাদি রয়েছে।

Jigoshop WordPress E-Commerce Plugin

Jigoshop এমন অনেক ফিচার প্রদান করে যা একটি ই-কমার্স ওয়েবসাইট হোস্ট করার জন্য প্রয়োজনীয়। এটি মাত্র কয়েক মিনিটে একটি পরিপুর্ণ ই-কমার্স সাইট তৈরি করে দিবে। আপনি সহজে এবং সুন্দর ভাবে আপনার পণ্য গুলো বিভক্ত করতে পারবেন এবং বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন।

Woocommerce Plugin

বিখ্যাত WooThemes এর ডেভেলপার রাই Woocommerce প্লাগিন তৈরি করেছেন। এই ই-কমার্স প্লাগিনটি শক্তিশালী ই-কমার্স সুবিধা প্রদান সহ সৌন্দর্য প্রদানের প্রতিজ্ঞা করে। এটি অনেক গুলো ফিচার প্রদান করে, এর মধ্যে ড্যাশবোর্ড উইজেট টা অন্যতম। এর সাহায্যে খুব সহজে ড্যাশবোর্ড থেকে আপনার ব্যবসার অবস্থা দেখতে পারবেন। একে ইচ্ছেমত খুবি চমৎকার ভাবে কাস্টোমাইজ করা যায়। এতে প্রয়োজন মত অনেক গুলো এক্সটেনশন যোগ করা যায়, Woocommerce এর অনেকগুলো এক্সটেনশন রয়েছে।

WP E-Commerce Plugin

প্রায় ১৫ লক্ষের ও বেশি ডাউনলোড সহ WP E-Commerce বর্তমান বাজেরের জনপ্রিয় একটি ই-কমার্স প্লাগিন। এটি সহজে ইন্সটল করা যায় এবং অনেকগুলো থীম এর সাথে ব্যবহার করা যায়। এতে অনেকগুলো পেমেন্ট অপশন রয়েছে। এটি চমৎকার ভাবে কাস্টমাইজ করা যায় এবং ইচ্ছে মত টেমপ্লেট পরিবর্তন করা যায়।

Quick Shop Plugin

Quickshop একটি সাইডবার যোগ করে, যেখানে ভিজিটর এর শপিং কার্ট দেখা যায়। Quickshop বিল্টিন পেপাল ও ইমেইল ফাংশন সাপোর্ট করে। এটি ভিজিটর দের তাদের ইচ্ছে মত শপিং কার্ট থেকে পণ্য মুছে ফেলতে ও দেয়।

YAK Shopping Cart Plugin

Yak শপিং কার্ট প্লাগিনটি আপনার প্রোডাক্ট কে আপনার ব্লগ এর সাথে এসোসিয়েট করে। এতে করে আপনার পোস্ট আইডি আপনার প্রোডাক্ট আইডি হয়ে যায়। আপনি সহজে প্রোডাক্ট ক্যাটাগরাইজ করতে পারবেন এবং শপিং কার্ট এর সেটিংস পরিবর্তন করতে পারবেন। এটি চেক, পেপাল, ক্রেডিট কার্ড সহ আরো অনেক পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে। আপনি আপনার ইচ্ছে মত ওজন অনুযায়ী শিপিং চার্জ ঠিক করতে পারবেন অথবা একটি ফ্ল্যাট চার্জ নির্ধারণ করতে পারবেন।

MDRAK

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 TECH 2U BD.

Designed by Templateism |