rr

Sunday, 28 December 2014

Now I will give the solution of Bengali font problem in photoshop.

অভ্র এর এডভান্সড ইউজার হয়ে উঠুন

অভ্রকে অনেকে এড়িয়ে চলে, তার কারন হিসেবে তাঁরা যা বলেছেন -
• অভ্র বেশী জটিল।
• অভ্র এর ফন্ট অনেক কম।
অথবা, অভ্র এর ফন্ট পাল্টানো যায় না।
• ফটোশপ-এ অভ্র দিয়ে বাংলা লেখা যায় না।
আর সঙ্গে বোনাস কিছু-
• ফেসবুকের লেখা ভাঙ্গা আসে।
অথবা, ফেসবুকের লেখা ছোট আসে।
অথবা, ফেসবুকের লেখার কারগুলো (া,ি,ী…) আগে পরে আসে।
• ডিফল্ট ফন্ট পড়া কষ্ট।
• NCTB-এর PDF পড়তে সমস্যা।
• অভ্র-তে বিজয় লে-আউট ব্যবহার করা যায় না।
আমার নজরে অভ্রকে এড়িয়ে চলার আর কোনো কারণ থাকার কথা নয়। আমি উপরের কারণগুলোকে শুধরে দিচ্ছি। আপনি যদি অন্য কোনো সমস্যার মুখোমুখি হন, তাহলে কমেন্টের মাধ্যমে জানান, আমি তার সমাধান বের করবার পুরো চেষ্টা করব।


অভ্র বেশী জটিল

আপনার কাছে আসলেই কী ফোনেটিক টাইপিং কঠিন মনে হয়? আপনি “amar” লিখলে তা “আমার” হয়ে যাচ্ছে। এর চেয়ে সহজ কী আছে? অনেকে বলবেন যে কিছু শব্দ আনতে কষ্ট হয়। আমি অস্বীকার করব না। কিন্তু আমার ক্ষেত্রে এতই কম যে চোখেই পরে না, এখন আপনারটাও কমিয়ে দিচ্ছি।
অভ্র-তে কিছু অক্ষর এর মজা আছে। যখন, “r” লিখলে “র” আসে, তখন আবার “R” লিখলে “ড়” আসে। অর্থাৎ কাপিটাল লেটার এর জন্যে বাংলায়ও অক্ষর পরিবর্তন হয়। যেমন, কঠিন লেখার জন্যে টাইপ করতে হবে “koThin”, যেখানে “T” অর্থাৎ “ট”, “t” অর্থাৎ “ত”, “th” অর্থাৎ “থ” এবং “Th” অর্থাৎ “ঠ”।
আপনার বর্তমান লে-আউট দেখতে অভ্র টপ বার হতে গিয়ার (Gear) আইকনটি চাপুন এবং “Layout Viewer” সিলেক্ট করুণ।
Avra Phonetic
অনেকে আবার কমেন্টে এ নিয়ে লিখবেন যে অভ্র দিয়ে টাইপিং করার সময় সাজেশনতো আসেই। তাহলে এগুলো সেখার কী দরকার। অস্বীকার করব না। তবে আপনি বুঝবেন, বার বার সাজেশন এর অপেক্ষা না করে, সরাসরি যা চাই তা আনতে পারলে টাইপিং দ্রুত করা যায়।
এর পরে অভ্রকে জটিল করার আর কী কী আছে? ও হ্যাঁ… ঁ-আনা সহজ নয়। চাঁদ লিখলে তা চলে এলেও, সব শব্দের ক্ষেত্রে হয় না। তো এমন ক্ষেত্রে আপনি কী করতে পারেন? অভ্র-তে রয়েছে “Avro Mouse – Click ‘n Type!” যার মাধ্যমে আপনি যে কোনো অক্ষর, কার বা ফলা আপনার লেখায় আনতে পারবেন। এটি বের করার জন্যে আপনার অভ্র টপ বার -এর মাউস আকৃতির আইকনটিতে ক্লিক করুণ।
Avra Mouse
এর পরে এতে রয়েছে “Jump to system tray” ফিচার। যার মাধ্যমে আপনি আপনার স্ক্রীন এর জায়গা না কমিয়েই অভ্র ব্যবহার করতে পারবেন। সিস্টেম ট্রে-তে থাকা অবস্থায় “F12″ দিয়ে আপনি বাংলা বা ইংরেজি মোড এর মধ্যে পরিবর্তন করতে পারবেন। এটি করার জন্যে অভ্র টপ বার-এর প্রথম আইকন, অর্থাৎ “অ”-তে ক্লিক করুন এবং “Jump to system tray” সিলেক্ট করুন।

অভ্র-এর ফন্ট অনেক কম
অথবা, অভ্র এর ফন্ট পাল্টানো যায়না

বাস্তবে এই মন্তব্যের সাথে আমি মোটেই একমত নই। কারণ, আপনি যদি শুধুমাত্র ফন্ট এর কারণে অভ্র ছেড়ে বিজয়ে যেতে চান, তাহলে জানিয়ে দেই, বিজয়ের প্রত্যেকটি ফন্ট অভ্র দিয়ে ব্যবহার করা যায়। তাই ফন্ট এর জন্যে অভ্র ছেড়ে বিজয়ের কাছে যাবার মানে হয় না।
আমি এক কাজ করি, আপনাকে বিজয়ের ANSI ফন্ট গুলো ব্যবহার করা দেখিয়ে দেই। UNICODE ফন্ট-তো আপনি নিজ থেকেই ব্যবহার করতে পারবেন। অভ্র-তে ইউনিকোড থেকে আনসি-তে যাবার জন্য কীবোর্ড শর্টকাট হলো, “Shift+F12″ আর এই কমান্ড পাবার পরেই আপনাকে অভ্র একটি ওয়ার্নিং দিবে।
Ansi
এখানে আপনি “Use ANSI anyway” তে ক্লিক করে আনসি ব্যবহার করা শুরু করতে পারেন। Sutonny MJ একটি জনপ্রিয় বিজয় ফন্ট, চিন্তা নেই, অভ্র দিয়ে ওটাও ব্যবহার করতে পারবেন…
আর এখন আপনার দরকার একটা ফন্ট এর প্যাকেজ। আমি আপনাদের ৭৫০+ ফন্টস এর একটি প্যাকেজ এর সন্ধান দিচ্ছি। এর পরেও যদি বলেন অভ্র এর ফন্ট কম, তাহলে আমি বলব, “কেউ আমারে মাইরালা!”
প্যাকেজটি আমার আপলোড করা। তাই কোন প্রকার সমস্যা হলে জানাতে ভুলবেন না। আমি এটিকে TurtleShare-এ আপলোড করলাম। এখান থেকে ডাউনলোড করাও খুব সহজ তাই আশা করি কোনো অভিযোগ আসবে না। ডাউনলোড করুন নিচে দেয়া বাটনের এর মাধ্যমে-

ফটোশপ-এ অভ্র দিয়ে বাংলা লেখা যায় না

তাই নাকি? আমি তো খুব সহজেই লিখি। একদমই Complicated না। আর আমিতো অনেক ধরনের ফন্ট ব্যবহার করে লিখি। কই, সমস্যা হয় নি তো…
ভাববেন এসব কি বলছি। সবার সমস্যা হয় আমার হয় না কেন? কাহিনী হলো আমি ফটোশপ এর সমস্যার কারনও জানি, আর তার সমধানও জানি; তাই আমার আর সমস্যা হয় না।
ফটোশপ এ যখন প্রথম বাংলা টাইপ করার চেষ্টা করি, দেখি বক্স বক্স আসছে, কিন্তু বাংলা কই? আসলে, ফটোশপে আমার মতে ইউনিকোড সাপোর্ট করে না। তাই বাংলা ইউনিকোড দিয়ে লেখা যায় না। তবে আনসি কিন্তু আলাদা জিনিস।
ফটশপ-এ বাংলায় লেখার জন্যে আপনার দরকার কিছু আনসি ফন্ট। সেরকম কিছু ফন্ট অভ্র এর সাথে দিয়ে দেয়া হয়। তেমনই একটি ফন্ট Siyam Rupali ANSI যা অভ্র ইন্সটল করলে সাথেই পাওয়া যায়।
এখন ফটশপ চালু করুন। আমার ব্যবহারকৃত ফটশপ এর ভার্সন CS3 Extended যা একটি ফেয়ারলি এডভান্স ভার্সন। আপনি যে ভার্সনই ব্যবহার করুননা কেন, ফলাফল একই হবে।
একটি নতুন ডকুমেন্ট চালু করুন। তারপর “Horizontal Type Tool” সিলেক্ট করুন। আমি ধরে নিচ্ছি আপনি ফটোশপ পারেন; তাই এতই পরছেন। এ কারণে আমি বেশি বর্ণনা করব না এই নিয়ে।
টাইপ টুল সিলেক্ট থাকা অবস্তায়, “Window” মেনু থেকে “Character” সিলেক্ট করুন। ক্যার‍্যাক্টার ফন্ট চেঞ্জ করে “Siyam Rupali ANSI” সিলেক্ট করুন। এখন টাইপ টুল লিখলে বাংলা আসবে। তবে তা হবে হযবরল।
Untitled
এই হযবরল কে ঠিক করার জন্যে আপনাকে অভ্র আনসি চালু করতে হবে। কীবোর্ড থেকে “Shift+F12″ কমান্ড চাপুন আর ওয়ার্নিং আসলে “Use ANSI anyway” চাপুন। এখন আপনার অভ্র আনসি মোড-এ আছে। অভ্রকে একটিভেট করার জন্যে শুধু “F12″ চাপুন।
এবার আপনার ওই হযবরল-টা মুছে আরেকবার টাইপ করুন, দেখবেন, ভালোভাবে বাংলা লেখা আসছে।
Untitled1
আর এই কাজ, যেকোনো আনসি ফন্ট দিয়ে করা সম্ভব। তাই কমেন্টে বলবেন না আর কী কী ফন্ট দিয়ে এই কাজ করা যাবে। একটা জ্ঞান ছারি, “If you got the font, typing with it is only a matter of time.”
ফেসবুকের লেখা ভাঙ্গা আসে।
অথবা, ফেসবুকের লেখা ছোট আসে।
অথবা, ফেসবুকের লেখার কারগুলো (া,ি,ী…) আগে পরে আসে।
ফেসবুক কিংবা ইন্টারনেট-এ বাংলা এখন আর কারও এ ধরনের সমস্যা হবার কথা না। তবে তবুও যদি কার হয়ে থাকে, তবে আমি তার সমাধান দিচ্ছি।
আমার সবগুলো সমাধান Mozilla Firefox এর জন্যে, তাই যদি কেউ IE বা Google Chrome তাহলে অন্য কারও কাছ থেকে আপনাকে সাহায্য নিতে হবে।
ফন্ট এর সাইজ ঠিক করার জন্য “Tools>Options” এ যান এবং “Content” ট্যাব এ যান।
Untitled2
সাইজ ১৬ করে দিন, আমার অলরেডি করা আছে। এভাবেই আপনার ফন্ট এর সাইজ ঠিক হয়ে যাবে।
আর ভাঙ্গা ফন্ট বা কার (ি,ী,া…) আগে পরে আসার সমস্যা সমাধান করা জন্যে উপরের ছবির মেনু থেকেই “Advanced” এ ক্লিক করুন।
এডভান্সড এর ডায়লগ বক্স-এর তথ্যগুলো নিচের মত করে পরিবর্তন করুন-
Untitled3
সবগুলো অপশন হুবুহু এমন করুন। এরপর একটি নতুন ট্যাব খুলুন এবং এড্রেস বার-এ লিখুন, about:config আর তারপর এন্টার চাপুন।
Untitled4এখানে, “I’ll be careful, I promise!” বাটনে ক্লিক করুন। অতপর যে পেজ আসবে, তার সার্চ ইঞ্জিন-এ লিখুন beng আর রেসাল্ট দেখুন।
Untitled5
এখানে নিচের ছবি অনুসারে ইডিট করুন। আপনাকে সবগুলো ফন্ট এর নাম লিখতে হবে না। শুধু প্রতিটির আগে Siyam Rupali যোগ করে দিন। যেমনটি এখানে করা হয়েছে-
Untitled6এখন আপনার ওয়েব, ফেসবুক, বাংলা ওয়েবসাইট , কিংবা অন্য যেকোনো সাইট-এ বাংলা পরিস্কার ভাবে এবং পড়ার যোগ্য হয়ে আসবে। অনেকেই আবার ফন্ট এর সাইজ আরও বারাতে চান, বলেন যে Size 16 যথেষ্ট না। সে ক্ষেত্রে, শেষ ছবিটির নিচে দেখতে পাবেন-
font.size.variable.x-beng ►16
এটিকে ইডিট করে 20 বা 22 বা যা আপনার শখ লাগাতে পারেন।
ডিফল্ট ফন্ট পড়া কষ্ট
এখানে আসলে অভ্র-র কোনো দোষ নেই। কিন্তু অভ্র আপনার সাহায্য ঠিকই করবে। অভ্র এর গিয়ার (Gear) আইকনটিতে ক্লিক করুন এবং “Font Fixer: Set default Bangla font” সিলেক্ট করুন। এখানে সাধারণত Vrinda-কে ডিফল্ট ফন্ট হিসেবে দেয়া থাকে। সে যাই থাকুক, আপনি তা বদলে Siyam Rupali-কে ডিফল্ট ফন্ট হিসেবে সেট করুন। আসা করি, বেশীরভাগ জায়গায় বাংলা পড়ার যোগ্য হয়ে যাবে।
NCTB-এর PDF পড়তে সমস্যা
আমাদের প্রিয় NCTB-এর নিজস্ব একটি ফন্ট আছে। তাই ওই ফন্ট আপনার কম্পিউটার-এ ইন্সটল করা না থাকলে আপনি কিছু কিছু লেখা পড়তে পারবেন না। NCTB-এর এই ফন্টটির নাম SabreenaTonnyMJ আর এটি আপনি ইন্সটল করার সঙ্গে সঙ্গেই NCTB এর PDF গুলো সম্পূর্ণ ভাবে পড়ার যোগ্য হয়ে যাবে। ডাউনলোড করে নিন এখান থেকে-

download

অভ্র-তে বিজয় লে-আউট ব্যবহার করা যায় না

কথাটা সত্য নয়। অভ্র এর ভার্সন ৪.১-এ UniBijoy নামে একটি লে-আউট দেয়া ছিল। ওটাই বিজয় লে-আউট। কিন্তু আনন্দ কম্পিউটারস এর ক্লেইম এর কারনে তা ভার্সন ৪.২ -এ বাতিল করে দেয়া হয়। তবে আপনি এখন-ও তা ব্যবহার করতে পারবেন। আর তার জন্যে আপনাকে ৪.১ ব্যবহার করতে হবে না। ডাউনলোড করে নিন UniBijoy লে-আউট আর লেখা শুরু করুন বিজয় কীবোর্ড দিয়ে।
download
ডাউনলোড হয়ে গেলে ZIP ফাইলটি এক্সট্রাক্ট করুন। UniBijoy.avrolayout ফাইলটি ওপেন করুন। আগত ডায়লগ বক্স-এ OK-তে ক্লিক করুন। এখন অভ্র রিস্টার্ট করুন, আর না পারলে আপনার কম্পিউটার রিস্টার্ট করুন।
করা হয়ে গেলে, এবার ইন্সটল করার পালা। অভ্র টপ বার-এর “অ”-তে ক্লিক করে, “Select keyboard layout” সাবমেনুতে পয়েন্টার রাখুন। আগত সাবমেনু থেকে “UniBijoy” সিলেক্ট করুন। ব্যাস, হয়ে গেল কাজ।

হয়ত এখন আর কেউ অভ্র কে ছেড়ে বিজয়-এর কাছে যাবে না।

Tuesday, 14 October 2014

কিবোর্ড ব্যবহারের কিছু শর্টকাট নিয়ম যা সময় বাঁচিয়ে কাজের গতি বাড়াবে

কিবোর্ড ব্যবহারের কিছু শর্টকাট নিয়ম যা সময় বাঁচিয়ে কাজের গতি বাড়াবে
অফিসিয়াল যেকোনো কাজে আমাদের কম্পিউটার ব্যবহার করতে হয়। সেখানে কিবোর্ডে অনেক ধরনের কাজ করতে হয় আমাদের। আসুন জেনে নিই কিবোর্ডের এমন কিছু শর্টকাট নিয়ম যেগুলো আপনার সময় বাঁচিয়ে কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।
কন্ট্রোল টি বা CTRL-T :
আপনি যদি আলাদা একটি ট্যাব পেজ খুলতে চান তাহলে আপনাকে কষ্ট করে আলাদা ট্যাবে ক্লিক করার দরকার নেই। এরজন্য কিবোর্ডে কন্ট্রোল টি ক্লিক করলেই আলাদা একটি ট্যাব স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এতে সময়ও বাঁচে পাশাপাশি আপনার কাজের গতিও বাড়ে।
press ALT-CTRL-Enter : ওয়েব পেজটি ভিজিট হবে এবং একই সাথে অন্য একটি ট্যাব খুলে যাবে।
SHIFT-Enter : .net web addresses এর জন্য
SHIFT-CTRL-Enter : .org web addresses এর জন্য
অল্টার ডি বা ALT-D :
অল্টার ডি ক্লিক করলে তা ওয়েব অ্যাড্রেসটিকে হাইলাইট করতে সহায়তা করে।
কন্ট্রোল ডি :
কোনো একটি ওয়েব অ্যাড্রেসকে আপনি যদি bookmark/favorite page এ সেভ করে রাখতে চান তাহলে এই কন্ট্রোল আর ডি তে ক্লিক করুন। এর ফলে আপনার সময় ও পরিশ্রম দুটোই কমবে।
Zoom in/ Zoom out :
আপনি দি কোনো একটি পেজকে Zoom in/ Zoom out করতে চান তাহলে শুধুমাত্র কিবোর্ড আর মাউজের সহায়তায় কয়েক সেকেন্ডেই করে ফেলতে পারেন। এর জন্য কন্ট্রোল চেপে ধরে মাউচের চাকা সদৃশ বাটনটি ওঠানামা করুন। এভাবে আপনার কাজটি খুব সহজেই ঝামেলা ছাড়াই হয়ে যাবে।
CTRL-F4 বা CTRL-W :
আপনি যদি কোনো ওয়েব পেজ আর খুলে রাখতে না চান বা এর কাজ শেষে তা বন্ধ করে ফেলতে চান তাহলে CTRL-F4 বা CTRL-W তে ক্লিক করুন। এটি আপনাকে খুব সহজেই একটি ওয়েব পেজ ক্লোজ করে দিতে সহায়তা করবে।
F5 to refresh :
একটি ওয়েবপেজের আপডেট পেতে মাঝে মাঝে পেজটি রিফ্রেশ করে নিতে হয়। এর জন্যও আপনি কিবোর্ডের সহায়তায় একটি সংক্ষিপ্ত অপশন পেতে পারেন। আর তা হল F5 তে ক্লিক করা। এটিতে পেজটি খুব সহজেই রিফ্রেশ হয়ে যাবে।
ALT-Home :
একটি ওয়েব পেজের হোমপেজে চলে যেতে ALT-Home ক্লিক করতে পারেন। এতে কোনো ধরনের ঝুটঝামেলা ছাড়াই আপনি হোম পেজে চলে যেতে পারেন।
ESC to cancel loading web page :
মাঝে মাঝে নেট কালেকশন ধীর হওয়ার কারণে ওয়েবপেজগুলো বেশ ধীরে কাজ করে। এক্ষেত্রে আপনার যদি পেজটি বাতিল করার ইচ্ছা থাকে তাহলে কিবোর্ডে থাকা ESC ক্লিক করুন। এতে ওয়েবপেজটি বাতিল হয়ে যাবে।
Copy- Cut-Paste :
কিবোর্ডের এই অপশনগুলো সবচেয়ে বেশি কাজে লাগে। অর্থাৎ যেকোনো লেখা মাউচ দিয়ে কপি করে তারপরে পেস্ট করা বেশ ঝামেলাপূর্ণ । এর জন্য কিবোর্ডের কিছু শর্টকাট পদ্ধতি কাজটিকে সহজ করে তোলে।
CTRL-C : কোনো কিছু কপি করা।
CTRL-A : একটি পেজের সবটা সিলেক্ট করা।
CTRL-X : কোনো কিছু কাট করা।
CTRL-Z : ব্যাক করা।
CTRL-B : বোল্ড করা।
CTRL-V : কোনো কিছু পেস্ট করা।

Saturday, 11 October 2014

ফ্রিতে বাড়িয়ে নিন আপনার ফেসবুক পেইজের লাইক। ইচ্ছে হলে লাইক ফলো করে আয়ও করতে পারবেন।

এখানে username এর স্থানে আপনার পছন্দ মত একটি নাম দিন। তারপর আপনার email , repeat email এর স্থানে আপনার ইমেইল টি লিখুন এবং password এর বক্সে  গোপন নাম্বার এবং referral এর বক্সে likeforu  তারপর Register বাটনে কিল্ক করুন। এখন আপনার email address টি login করুন দেখুন likesplanet থেকে একটি confirmation link এসেছে । এখন এই link কিল্ক করে username  ও password দিয়ে  login করুন।
Likesplanet এর সাথে facebook account add করার নিয়ম।
প্রথমে আপনার facebook account login করুন তারপর account setting > General> username এ https://www.facebook.com/ xxxx.xxxx অথাৎ fb/ এর পরের অংশ এই username টা আপনি আপনার fb নাম কিল্ক করে পেতে পারেন। fb username টি copy করুন তারপর new tab এ likeplanet login করুন Earn Point/Money > Facebook > Photo/Post/video Album Like > Make sure  অথবা সরাসরি এই link এ কিল্ক করেhttp://likesplanet.com/fbphotosusername.php আপনার facebook username set করে নিতে পারেন। নিচের চিত্রের মত।
likesplanet login করেন তারপর Add New Page/Video/Site> facebook>fan page likes নিচের চিত্রের মত
pay per like cpc: 2 করে দিন target likes আপনার ইচ্ছ মত সেট করে add page বাটনে কিল্ক করেন । এখানে join করার সাথে সাথে পাবেন ৫০ পয়েন্ট ।    অন্য পেইজ গুলোতে লাইক মারুন আর পয়েন্ট বাড়ান এবং নিজের পেইজের লাইক বাড়ান।
ইচ্ছে হলে আয়ও করতে পারবেন :
Earn points/Money  থেকে facebook like photo like করলেই আয় হবে like করার সময় facebook account new tab  a login  করে রাখেত হবে। এই ভাবে twitter follow ,google pluse ,youtube video like ইত্যাদি কাজ করে আয় করেত পারবেন। কিছু না বুজলে likesplanet এর video টি download করে দেখে নিন।
Likesplanet থেকে টাকা উত্তোলনের নিয়ম : payza , paypal or okpay এর মাধ্যমে ডলার তুলা যায়। payza or paypal এর  জন্য ১ ডলার আর okpay তে মাত্র .১০ সেন্ট হলেই instant অর্থাৎ সাথে সাথে টাকা তুলা যায়। likesplanet এ cashout option থেকে okpay বা payza এর ইমেইল দিয়ে ডলার উত্তোলন করতে হয়। নিচে  আমার পাওয়া payment proof screenshot  দেওয়া হল।
Likesplanet থেকেবেশি আয় করার কশৌল:  এখানে রেজিস্টার করার পর referral /promote এ আপনি একটি referral link পাবেন এই link দ্বারা যতজন join করবে তাদের আয় এর ৫০% আপনি পাবেন। ধরুন আপনি ১০০ জনকে referrals করলেন তারা প্রতিদিন ২০ সেন্ট করে আয় করে তাহলে আপনার আয় হবে.১০*১০০=১০ ডলার প্রতিদিন। যত-বেশি refers এত-বেশি আয়।

Friday, 3 October 2014

ফ্রী এসএমএস পাঠান সব থেকে সহজ পদ্ধতিতে,এসএমএস না গেলে আমার দায়…

আমি আজকে আপনাদেরকে সব থেকে সহজ পদ্ধতিতে কোন রকম সাইনআপের ঝামেলা ছাড়া যে কোন মোবাইলে এসএমএস পাঠানো শিখাবো।আসলে অনেক সাইট ফ্রী এসএমএস পাঠানোর সুযোগ দিলেও নানা তাতে রকম সমস্যা থাকে অথবা আপনাকে আনলিমিটেড এসএমএস পাঠানোর সুযোগ দিবেনা।
আগেই বলে রাখি এটা কোন খারাপ কাজে ব্যবহার করবেননা(আমি আজ পর্যন্ত করিনি),খারাপ কাজে ব্যবহারের জন্য আমি বা অন্য কেও দায়ি নয়। এখন কাজের কথায় আসি।প্রথমে এই সাইটে যান।
এবার নিচের ছবি গুলো লক্ষ করুনঃ
সাইটটি আসলে পেজের Free SMS  লেখা অংশে ক্লিক করুন
তারপর এই রকম এক পেজ আসবে।এখানে কান্ট্রি সিলেক্ট করুন।তারপর আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার লিখুন।
একই পেজের একটু নিচে,Type Your Message এ আপনার এসএমএস টাইপ করুন,তবে আপনি ২৫৬ টি লেটারের বেশি লেটার ব্যবহার করতে পারবেননা।আর ক্যাপচা কোডটি টাইপ করুন। এরপর পেজটির আরেকটু নিচে আসুন।
এখুন এখানে Send Now বাটনে ক্লিক করুন।
এবার আপনার এসএমএসটি চলে যাওয়ার  রিপোর্ট দেখাবে।
আপনি এসএমএস Send  করার ১০ মিনিটের মধ্যেই কাঙ্ক্ষিত নাম্বারে এসএমএস চলে যাবে। :mrgreen: :mrgreen:
আমার টিউনটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ…..আল্লাহ হাফেজ
ভাল গ্রাফিক্সের ছবি আপলোড দিতে পারছিনা,তাই একটু কেও হেল্প করুন।

Monday, 29 September 2014

অ্যান্ড্রয়েড APK অ্যাপ্লিকেশান চালান আপনার কম্পিউটারে

আজ দেখাব কি করে আপনি আপনার কম্পিউটারে Android Application (APK) চালাবেন। আপনি আপনার কম্পিউটারে Whats App , Viber , Facebook Messenger , We Chat , Opera Mini ইত্যাদি Application চালাতে পারবেন । এবার আমরা মূল কাজে চলে যাই।
প্রথমে আপনি নিচের থেকে BlueStacks ডাউনলোড করে নিন। Software টা Install করে নিন। এবার আপনি আপনার কম্পিউটার থেকে APK ফাইলে ডাবল ক্লিক করে Install করুন । কাজ শেষ এখন আপনি আপনার বন্ধুদের সাথে Whats App ,Facebook Messenger দিয়ে Chat করুন খুব দ্রুত ।তাও আবার ফ্রীতে।

Saturday, 27 September 2014

ফটোশপ CS5 ব্যবহার করে ছবিকে DSLR এর রূপ দিন খুব সহজে…

আমরা হলাম সাধারন মানুষ। অনেকের মধ্যে DSLR কেনার জন্য হয়ত সামর্থ নেই। তাই তাদের মধ্যে আমার কতগুল বন্ধু আছে যারা DSLR দিয়ে ছবি তুলে। কিন্তু আমার স্বভাব হল অন্যের কাছে কিছু চাইতে খারাপ লাগে। কিন্তু অদের ছবি ফেসবুকে দেখে আবার হিংসাও হয়। পরে আমার মনে পরল, আরে ফটোশপতো সব পারে। তাই নিজেই একটু চেষ্টা করে দেখি ছবিকে DSLR এর রূপ দেউয়া যায় কিনা। আমার চেষ্টা বিফল হয়নি। প্রথম চেষ্টাই সফল হল। আমার বন্ধুরা দেখে বলল DSLR কার? তাই ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তাই কি-বোর্ড নিয়ে বসে পরলাম। যদি ফটোশপ ব্যবহার করে সব করা যায় তাহলে আর ৩৫-৫০ হাজার টাকা দিয়ে DSLR কিনে লাভ কি? তাহলে শুরু করা যাক।
আমারা সবাই জানি DSLR দিয়ে তোলা ছবিতে চেহারা বা দেহ ছাড়া জায়গা ছাড়া বাকি জায় গা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঘোলা থাকে। এর ফলে আপনার চেহারায় ফোকাস দেয় যার ফলে চেহারাটা সুন্দর দেখতে  লাগে।  যদি আপনারা আপনাদের কোনো  ছবিতে DSLR এর  রূপ দিতে চান  তাহলে ফটোশপ CS3  বা এর ও পরের  কোনো ভার্সন দিয়ে ছবি ওপেন করে বসে পরুন। তারপর কি করবেন  তা আমি বলছি।
  • প্রথমে Quick Silection Tool দিয়ে আপনার চেহার বা নির্দিষ্ট যায়গা চিত্রের মত সিলেক্ট করুন।
  • এবার CTRL + Shift + I চাপুন। এতে সিলেক্ট করা জায়গা ছাড়া অন্য সকল যায়গা সিলেক্ট হয়ে যাবে।
  • এবার চিত্রের মত মেনুবার থেকে Filter>Blur>Lens Blur সিলেক্ট করুন।
  •  চিত্রের মত সবকিছু দিয়ে বের হয়ে আসুন। এবং CTRl + D চেপে সিলেক্ট করা অংশ ডিসসিলেক্ট করে দিন।
  • এবার টুলবার থেকে ব্লার টুল সিলেক্ট করুন এবং Strength দিন 50%।
  • এবার ব্রাশের সাইজ করে দিন 60px। এবং আপনার দেহের চারপাশে তা দিয়ে কোণাগুলো মসৃণ করে দিন।
  • তাহলে আপনি নিম্নের মত ছবি পাবেন...

বিঃ দ্রঃ মনে রাখতে হবে যেহেতু ফটোশপ নিয়ে কাজ করছে তা করতে হবে দক্ষতার সাথে এবং ধীরে ধীরে সুন্দরভাবে। চেষ্টা করতে করতে আপনিও সফল হবেন...

Friday, 26 September 2014

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিলিট করা ফাইল ফিরিয়ে আনুন সহজেই!!

Cover artঅনেক সময় স্মার্টফোনে থাকা প্রয়োজনীয় কোনো ফাইল ভুলে ডিলিট হয়ে যায়। নানা চেষ্টার পরও তা মেমোরি কার্ডে খুঁজে পাওয়া যায় না। তবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা চাইলে তা ফিরিয়ে আনতে পারবেন।
এজন্য ব্যবহার করতে হবে ‘রিসাইকেল বিন’ নামের অ্যাপ্লিকেশনটি। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে যেমনটি থাকে রিসাইকেল বিন। এ অ্যাপের কাজও অনেকটা সেরকম।
বেখেয়ালে ডিলিট হওয়া ফাইলগুলো এ অ্যাপে জমা হয়ে থাকবে। ফলে অ্যাপটিতে গিয়ে প্রয়োজনীয় ফাইলটি উদ্ধার করা যাবে। বাড়তি সুবিধা হলো এটি ইন্টারনেট ছাড়াও কাজ করবে।
এক নজরে ফিচারগুলো
১. অডিও ও ডিডিও, ছবি, ডকুমেন্টসহ সকল ধরনের ফাইল সর্মথন করে অ্যাপ্লিকেশনটি।
২. কোনো ঝামেলা ছাড়া এক ক্লিকে ডিলিট হওয়া ফাইলকে রিস্টোর করা যাবে।
৩. ইন্টারনেট সংযোগ ছাড়াও সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপটি।
৪. একটি নির্দিষ্ট সময় পর ব্যাকআপ ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করার ফিচার রয়েছে এতে। অনেক সময় ডিলিট হওয়া অযথা অনেক ফাইল জমা হয়ে স্মার্টফোনের মেমেরি দখল করে । এ ফিচার সেই সমস্যাও দূর করবে।
৫. জাপানি, ফ্রান্স, চীন, জার্মানসহ অনেকগুলো ভাষা সমর্থন করে এটি।
ডাউনলোড লিঙ্কঃ
প্লে-ষ্টোরঃ https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster&hl=en

 

Copyright @ 2014 TECH 2U BD.

Designed by Templateism |