rr

Tuesday, 14 October 2014

কিবোর্ড ব্যবহারের কিছু শর্টকাট নিয়ম যা সময় বাঁচিয়ে কাজের গতি বাড়াবে

কিবোর্ড ব্যবহারের কিছু শর্টকাট নিয়ম যা সময় বাঁচিয়ে কাজের গতি বাড়াবে
অফিসিয়াল যেকোনো কাজে আমাদের কম্পিউটার ব্যবহার করতে হয়। সেখানে কিবোর্ডে অনেক ধরনের কাজ করতে হয় আমাদের। আসুন জেনে নিই কিবোর্ডের এমন কিছু শর্টকাট নিয়ম যেগুলো আপনার সময় বাঁচিয়ে কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।
কন্ট্রোল টি বা CTRL-T :
আপনি যদি আলাদা একটি ট্যাব পেজ খুলতে চান তাহলে আপনাকে কষ্ট করে আলাদা ট্যাবে ক্লিক করার দরকার নেই। এরজন্য কিবোর্ডে কন্ট্রোল টি ক্লিক করলেই আলাদা একটি ট্যাব স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এতে সময়ও বাঁচে পাশাপাশি আপনার কাজের গতিও বাড়ে।
press ALT-CTRL-Enter : ওয়েব পেজটি ভিজিট হবে এবং একই সাথে অন্য একটি ট্যাব খুলে যাবে।
SHIFT-Enter : .net web addresses এর জন্য
SHIFT-CTRL-Enter : .org web addresses এর জন্য
অল্টার ডি বা ALT-D :
অল্টার ডি ক্লিক করলে তা ওয়েব অ্যাড্রেসটিকে হাইলাইট করতে সহায়তা করে।
কন্ট্রোল ডি :
কোনো একটি ওয়েব অ্যাড্রেসকে আপনি যদি bookmark/favorite page এ সেভ করে রাখতে চান তাহলে এই কন্ট্রোল আর ডি তে ক্লিক করুন। এর ফলে আপনার সময় ও পরিশ্রম দুটোই কমবে।
Zoom in/ Zoom out :
আপনি দি কোনো একটি পেজকে Zoom in/ Zoom out করতে চান তাহলে শুধুমাত্র কিবোর্ড আর মাউজের সহায়তায় কয়েক সেকেন্ডেই করে ফেলতে পারেন। এর জন্য কন্ট্রোল চেপে ধরে মাউচের চাকা সদৃশ বাটনটি ওঠানামা করুন। এভাবে আপনার কাজটি খুব সহজেই ঝামেলা ছাড়াই হয়ে যাবে।
CTRL-F4 বা CTRL-W :
আপনি যদি কোনো ওয়েব পেজ আর খুলে রাখতে না চান বা এর কাজ শেষে তা বন্ধ করে ফেলতে চান তাহলে CTRL-F4 বা CTRL-W তে ক্লিক করুন। এটি আপনাকে খুব সহজেই একটি ওয়েব পেজ ক্লোজ করে দিতে সহায়তা করবে।
F5 to refresh :
একটি ওয়েবপেজের আপডেট পেতে মাঝে মাঝে পেজটি রিফ্রেশ করে নিতে হয়। এর জন্যও আপনি কিবোর্ডের সহায়তায় একটি সংক্ষিপ্ত অপশন পেতে পারেন। আর তা হল F5 তে ক্লিক করা। এটিতে পেজটি খুব সহজেই রিফ্রেশ হয়ে যাবে।
ALT-Home :
একটি ওয়েব পেজের হোমপেজে চলে যেতে ALT-Home ক্লিক করতে পারেন। এতে কোনো ধরনের ঝুটঝামেলা ছাড়াই আপনি হোম পেজে চলে যেতে পারেন।
ESC to cancel loading web page :
মাঝে মাঝে নেট কালেকশন ধীর হওয়ার কারণে ওয়েবপেজগুলো বেশ ধীরে কাজ করে। এক্ষেত্রে আপনার যদি পেজটি বাতিল করার ইচ্ছা থাকে তাহলে কিবোর্ডে থাকা ESC ক্লিক করুন। এতে ওয়েবপেজটি বাতিল হয়ে যাবে।
Copy- Cut-Paste :
কিবোর্ডের এই অপশনগুলো সবচেয়ে বেশি কাজে লাগে। অর্থাৎ যেকোনো লেখা মাউচ দিয়ে কপি করে তারপরে পেস্ট করা বেশ ঝামেলাপূর্ণ । এর জন্য কিবোর্ডের কিছু শর্টকাট পদ্ধতি কাজটিকে সহজ করে তোলে।
CTRL-C : কোনো কিছু কপি করা।
CTRL-A : একটি পেজের সবটা সিলেক্ট করা।
CTRL-X : কোনো কিছু কাট করা।
CTRL-Z : ব্যাক করা।
CTRL-B : বোল্ড করা।
CTRL-V : কোনো কিছু পেস্ট করা।

MDRAK

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 TECH 2U BD.

Designed by Templateism |