rr

Sunday, 21 September 2014

Magento দিয়ে সম্পূর্ণ E-commerce Site [পর্ব-১] :: Magento-এর পরিচিতি

কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। গতকাল সবার কাছ থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে Tutorial করার অনুমতি চেয়েছিলাম,  কিন্তু আজ করছি MAGENTO নিয়ে। ভেবে দেখলাম অনেকেই ওয়ার্ডপ্রেস দিয়ে Tutorial করেছে। তাই আমি শুরু করছি  MAGENTO দিয়ে  E-commerce  সাইট বানানোর পদ্ধতি।Tuneটি  শুরু করার আগে Liveoutsource Ltd.  জানাই অনেক অনেক ধন্যবাদ। যার হাত ধরে  Web এ আসা তার কথা না বললে অসম্পূর্ণ থেকে যায় তিনি "জাদিদ ভাই"।
MAGENTO এখন বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়। E-commerce এর যুগে MAGENTOসম্পরকে জানবেন না তা হতে পারে না।  MAGENTOদিয়ে কাজ শুরু করার আগে জানতে হবে  MAGENTO এর ক্ষমতা। তাই আসুন একটু ঘুরে আসি http://www.interflora.co.uk/ এই সাইট থেকে। এটা সম্পূর্ণ E-commerce  সাইট এবং MAGENTO নির্ভর। বাংলাদেশে এখন অনেক E-commerce সাইট আছে এবং সেগুলো অনেক Popular।আপনিও বানাতে পারেন Professional E-commerce site আর ঘরে বসে আয় করতে পারেন টাকা। Tune শুরু করার আগে সবাইকে বলে নিচ্ছি এটা আমার প্রথম Tune, ভুল হলে আমাকে জানাবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি  আমার প্রথম Tune।
এই ধারাবাহিক টিউটোরিয়ালে Magento সম্পর্কে যে সকল বিষয় গুলো আলোচনা করা হবে সেগুলো হলঃ-
  • Magento-এর পরিচিতি। [পর্ব-১]
  • Magento Installation ।[পর্ব-২]
  • Magento-র Frontend-এর পরিচিতি। (পর্ব-৩)
  • Magento-র Backend-এর পরিচিতি। (পর্ব-৪)
  • Magento-র শুরু। (পর্ব-৫)
  • Catalog তৈরি। (পর্ব-৬)
  • বিক্রয়ের প্রস্তুতি। (পর্ব-৭)
  • Design এবং Content। (পর্ব-৮)
  • Promotions । (পর্ব-৯)
  • Orders এবং Customers নিয়ন্ত্রন। (পর্ব-১০)
  • Customer প্রদত্ত Content নিয়ন্ত্রন। (পর্ব-১১)
  • Web-Store পর্যবেক্ষন এবং উনয়ন। (পর্ব-১২)
  • Store কে Healthy রাখা। (পর্ব-১৩)
Magento-এর পরিচিতি। (পর্ব-১)

Magento-এর পরিচিতিঃ

Magento হলো বহু বৈশিষ্ট্য সম্পন্ন একটি E-Commerce Platform যা ব্যবহার করে আপনি খুব সহজেই Online Store তৈরি করে Online-এ ব্যবসা বানিজ্য করতে পারবেন। এটি সর্ম্পূন-ই Open Source যা আপনাকে Look, Content, Function ইত্যাদি নিয়ন্ত্রনের সুবিধা প্রদান করে। এছাড়াও Search-Engine Optimization, Powerful Administration Interface এবং Catalog Management Tools সমূহ এর মধ্যে বিদ্যমান। Magento যে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ E-Commerce সমস্যার সমাধান দিতে সক্ষম।

MAGENTO এর Frontend

Frontend হলো আপনার Web Store এর Public view যা কিনা Web Browser এর মাধ্যমে প্রদর্শিত হয়। এটা  Products, Product Categories এবং Product এর যাবতীয় তথ্য উপস্থাপন করে। এটা আপনার Customer গন কে Ordering, Payment এবং Purchase Tracking সুবিধা প্রদান করে।
Frontend -এর একটি উদাহরণ দেখানো হলোঃ-

MAGENTO এর Backend :

Magento এর Backend হলো Password সংরক্ষিত একটি View যার মাধ্যমে Web Store এর Administrative কাজকর্ম সম্পাদন করা হয়। Product সংযোজন, Purchasing Option, Order Process ইত্যাদি কাজগুলো Backend থেকে নিয়ন্ত্রণ করা হয়।
Backend এর একটি নমুনা দেখানো হলোঃ-

MAGENTO এর Customization Options

Magento -তে রয়েছে বহু বৈশিষ্ট্য সম্পন্ন Interface। যদি আপনি আপনার পছন্দ অনুযায়ী Web Store তৈরি করতে চান সেক্ষেত্রে Magento আপনার ইচ্ছা অনুযায়ী Look-And-Feel এবং Functionality ব্যবহারের সুবিধা প্রদান করে। এছাড়াও Magento তে রয়েছেঃ-
  • Multiple website
  • Multiple Web Store
  • Multiple Web Store Views
  • Multiple Language
  • Custom Themes এবং Skins
  • Extension Modules
এই Option গুলো সর্ম্পকে বিস্তারিত জানতে আপনি  http://www.magentocommerce.com  এই Site -এ Visit করতে পারেন।
আজকের মতো এখানেই শেষ। আবার পরবর্তী সপ্তাহে পর্ব-২ নিয়ে হাজির হব। যদি ভালো লেগে থাকে comments করতে ভুলবেন না।

MDRAK

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 TECH 2U BD.

Designed by Templateism |