আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ এর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি Magento Tutorial । গত পর্বে আমি আপনাদের MAGENTO INSTALL সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছিলাম। আশাকরি সবাই INSTALL করতে পেরেছেন। এবার আমরা MAGENTO FRONTEND সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। আশাকরি সবার ভালো লাগবে।
Magento-র Frontend
Frontend হলো Web Store এর একটি User View যা কিনা Web Store এর Product, Product এর বিবরন প্রদর্শন করে এবং Customer দের Ordering, Payment এবং Tracking বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানায়।আপনি -এই Link এর মাধ্যমে Magento এর Demo Web Store ব্যবহার করে দেখতে পারেন।Magento Demo Store এর এবং Frontend এর Screenshot দেয়া হলোঃ-
Product Presentation
Magento -এর Frontend -এ Product Browsing এর জন্য বিভিন্ন Option বিদ্যমান । এটি প্রতিটি Product এর Detail Information প্রদর্শন করে। এখানে Multiple Product উপস্থাপন করা যায় এবং Web Store এর Product সমূহ কে List অথবা Grid এ প্রদর্শন করা যায়। এছাড়াও Sort Order ও Filter করে Product বাছাই করা যায়।
Categories
Web store এর Product গুলো Group আকারে বিভিন্ন Category-র মধ্যে অন্তর্ভূক্ত থাকে। একটি Product বিভিন্ন Category -তে অন্তর্ভূক্ত থাকতে পারে। Category গুলো Web Store Page এর Top Navigation -এ প্রদর্শিত হয়।
Magento Demo Store-এ পাঁচটি Category দেওয়া হয়েছে। সেগুলো হলঃ- Furniture, Electronics, Apparel, Music এবং E-books । প্রতিটি Category-এর কিছু Sub-Category থাকতে পারে যা কিনা Category এর নিচে Dropdown আকারে প্রদর্শন করে Customer-গন সরাসরি Sub-Category থেকেও তার প্রয়োজনীয় Product খুঁজে বের করতে পারেন।
Category Page-এর একটি নমুনা দেখানো হলোঃ-
Magento Demo Store-এ পাঁচটি Category দেওয়া হয়েছে। সেগুলো হলঃ- Furniture, Electronics, Apparel, Music এবং E-books । প্রতিটি Category-এর কিছু Sub-Category থাকতে পারে যা কিনা Category এর নিচে Dropdown আকারে প্রদর্শন করে Customer-গন সরাসরি Sub-Category থেকেও তার প্রয়োজনীয় Product খুঁজে বের করতে পারেন।
Category Page-এর একটি নমুনা দেখানো হলোঃ-
এখানে Cell Phones, Cameras, Computer ইত্যাদি হলো Electronics এর Sub-Category । আবার Accessories এবং Digital Cameras হলো Cameras এর Sub-Category। একটি Category অথবা Sub-Category প্রত্যেকে Product ধারন করে অথবা একটি Landing Page Show করে যাতে কিছু Product প্রদর্শিত হয়।
একটি Category Page এর নমুনা দেখানো হলোঃ-
একটি Category Page এর নমুনা দেখানো হলোঃ-
প্রদর্শিত Product গুলোকে Filter করা
সাধারনত Customer গন Category এবং Sub-Category থেকে তাদের পছন্দের Product টি খুজে বের করেন। Customer তার Product গুলোকে বিভিন্ন Attribute অনুযায়ী Filter করতে পারেন। Web Store এর Left Bar এ SHOP BY Option টি থাকে। এখানে বিভিন্ন Category Product-এর Attribute থাকে। যেমনঃ- PRICE, COLOR, MANUFACTURER ইত্যাদি। Color এর মধ্যে বিভিন্ন Color Name, Price এর মধ্যে বিভিন্ন Range বিশিষ্ট Price বিদ্যমান থাকে। Product গুলোর Price, Color ইত্যাদি অনুযায়ী Product Filter করা যায়।
উদাহরণঃ যেমন Apparel Category তে তিনটি Green Product রয়েছে সেক্ষেত্রে নিম্নোক্ত ভাবে দেখা যাবেঃ-
উদাহরণঃ যেমন Apparel Category তে তিনটি Green Product রয়েছে সেক্ষেত্রে নিম্নোক্ত ভাবে দেখা যাবেঃ-
যখন Customer Green -এ Click করবে তখন সব Green Color এর Product গুলো দেখাবে। অর্থ্যৎ ঐ Category এর Product গুলো Green Color এর মাধ্যমে Filter হবে।
তখন নিন্মোক্ত Page টি প্রর্দশিত হবেঃ-
তখন নিন্মোক্ত Page টি প্রর্দশিত হবেঃ-
Filter টি Clear করতে হলে Clear All Item Link এ Click করতে হবে।
(বিঃদ্রষ্টব্যঃ- এখানে তৃতীয় Product টি দেখানো হয়েছে কারণ এটি Red এবং Green উভয় Attribute -এ Assign করা আছে।)
(বিঃদ্রষ্টব্যঃ- এখানে তৃতীয় Product টি দেখানো হয়েছে কারণ এটি Red এবং Green উভয় Attribute -এ Assign করা আছে।)
Popular Tags
Customer দের সঠিক Product বাছাই করার জন্য Magento তে আরও একটি Option রয়েছে যাকে বলা হয় Popular Tags, Product গুলো Popular Tags এর মধ্যে Assign করা থাকে, ফলে এটির মাধ্যমেও Customer গন তাদের পছন্দের Product টি খুঁজে পেতে পারেন।
এই Popular Tag গুলো Product Page থাকে Customer গনও Add করতে পারেন এবং তা Backend থেকে প্রয়োজনীয় Edit ও Approve করা হয়।
Searching
Magento Web Store এর উপরের ডান দিকে একটি Search-bar থাকে যেখানে Customer গনও Product এর নাম, নামের কিছু অংশ অথবা Attribute দিয়ে Search করে তার কাঙ্খিত Product টি খুঁজে পেতে পারেন।
Comparing Products
Magento, Customer-দেরকে তাদের পছন্দের Product সমূহের মধ্যে তুলনা করনের সুবিধা প্রদান করে। Product সমূহের মধ্যে তুলনা করতে যা করতে হবে তা হলোঃ-
(1) একজন Customer কে প্রথমে সে যে Product টি (Compare) তুলনা করতে চায় সেটির Add to Compare Option এ Click করতে হবে।
নিচে দেখানো হলোঃ-
(1) একজন Customer কে প্রথমে সে যে Product টি (Compare) তুলনা করতে চায় সেটির Add to Compare Option এ Click করতে হবে।
নিচে দেখানো হলোঃ-
(2) Customer যে সকল Product সমূহের মধ্যে তুলনা করতে চান তা উপরোক্তি ভাবে Select করার পর Compare Items Options এ Click করতে হবে।
নিচে দেখানো হলোঃ-
নিচে দেখানো হলোঃ-
Compare Items-Option- এ Click করার পর নিন্মোক্ত ভাবে Page টি Pop-Up Window তে প্রদর্শিত হবে।
[Note:-চিত্রে প্রদর্শিত এক একটি Row হলো Product গুলোর তুলনা যোগ্য বৈশিষ্ট্য (Comparable Attribute)। যেমন Model, Description, Color ইত্যাদি।]
Shorting Products
একজন Customer, Sort by Field থেকে প্রয়োজন অনুযায়ী Option Select করে Product সমূহকে Sort করে প্রদর্শন করাতে পারেন।
নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো:-
নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো:-
Grid/List View
Product সমূহ Grid(Table) আকারে প্রদর্শন করা যায়, যা পূর্ববর্তী ছবিতে দেখানো হয়েছে এছাড়াও List আকারে Product গুলোকে প্রদর্শন করা যেতে পারে যা নিচে দেখানো হলোঃ-
Recently Viewed
Customer যে সকল Product দেখে সেগুলোর একটি List তৈরি হয় যা কিনা Recently Viewed Products নামের একটি Area-তে প্রদর্শিত হয়। যেখান থেকে Customer গণ সহজেই পূর্বের Product গুলো আবার দেখতে পারেন।
যা নিচে দেখানো হলোঃ-
যা নিচে দেখানো হলোঃ-
0 comments:
Post a Comment