ফেসবুকে আমাদের বিভিন্ন দেশের ফ্রেন্ড থাকে।
যে যে দেশের ফ্রেন্ড, সে সেই দেশের ভাষায় সাধারণত স্ট্যাটাস দেই। এজন্য আমরা তাদের স্ট্যাটাস বুঝতে পারি না।
এজন্য অবশ্য ফেসবুক বিং ট্রান্সলেট অটোমেটিক ব্যবহার করে।
কিন্তু সব ফেসবুক পেজে বা প্রোফাইলে অটোমেটিক বিং ট্রান্সলেটর যোগ হয় না। তারা কি করবেন??
সমাধান-
এজন্য আপনি অ্যাডঅন ব্যবহার করবেন আপনার ব্রাউজারে।
আপনার ব্রাউজারে অ্যাডঅন ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট দিন, তারপর আবার ফেসবুকে প্রবেশ করুন।
দেখবেন এবার আপনার ফেসবুকে অন্য সকল ভাষার জন্য ট্রান্সলেটর যোগ হবে বা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে।
আমার এক ফেসবুক ফ্রেন্ডের অন্য ভাষার স্ট্যাটাস দেখুন ট্রান্সলেট হয়ে গেছে-
অ্যাডঅন লিঙ্ক-
মজিলা ফায়ারফক্সের জন্য- এই লিঙ্কে
গুগল ক্রমো এক্সটেনশন- এই লিঙ্ক
যাইহোক আর সমস্যা হওয়ার কথা না।
0 comments:
Post a Comment