rr

Monday, 15 September 2014

Adsense এর মাধ্যমে অর্থ উপার্জন করার পূর্ব শর্ত

Google adsenseএকটি ট্রেন যখন প্রথম চলতে শুরু করে তখন ট্রেন টির তেমন কোনও গতি থাকে না but কিছুক্ষণ চলার পর ট্রেন টি অনেক গতিতে চলতে শুরু করে… ঠিক তেমনই আপনি যদি প্রথমেই কোনও কাজের 100% feedback আসা করেন তাহলে আপনি ভুল করবেন… আপনাকে অপেক্ষা করতে হবে+আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে হবে…যদি আপনার এ রকম মন-মানসিকতা থাকে তাহলেই আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন… মনে রাখবেন, খুব সহজে যা কিছু অর্জন করা যায় তার মাঝে তেমন কোনও সার্থকতা থাকে না… কষ্ট বা সংগ্রাম করে কিছু যদি অর্জন করতে পারেন তাহলেই দেখবেন নিজের মধ্যেই অনেক অনেক ভাল লাগা কাজ করবে, যা আপনার পরবর্তীতে পথ চলতে সাহায্য করবে…
আপনারা হয়তবা ভাবছেন adsense এর বিষয়ে লিখতে গিয়ে আমি আসলে এ সব লিখছি কেন…?? একটু গভীর ভাবে ভেবে দেখবেন, আমার কথা গুলি শুধু adsense না, আপনার জীবনের সব ক্ষেত্রে কাজে আসবে…অর্থ উপার্জন করা কোনও সহজ কাজ নয়, আর যদি সহজই হয়তো তাহলে পৃথিবীতে সবাই কোটিপতি হয়ে যেত… ঠিক তেমনই বাংলাদেশ থেকে adsense এর মাধ্যমে অর্থ উপার্জন করা ও সহজ কোনও বিষয় না but আপনি চাইলে মাধ্যম টা একটু সহজ করে নিতে পারেন… আর তার জন্য আপনাকে কিছু শর্ত পুরো-পুরি মেনে চলতে হবে…

আসুন এবার শর্ত গুলি জেনে নেই…

১. সময় নিয়ে পরিশ্রম করার মানসিকতা…
২. প্রথমে টাকা উপার্জন করার মানসিকতা বাদ দিন বা ঝেরে ফেলুন এবং আপনার site কে proper content দিয়ে সমৃদ্ধ করে গড়ে তুলতে চেষ্টা করুন…
৩. অনেক ভাবনা চিন্তা করে আপনার সাইট তৈরি করুন অর্থাৎ আপনার সাইট এ যাতে বেশি ভিজিটর প্রবেশ করে…
৪. ভুল করেও কোনও সাইট এর contents কপি করে সরাসরি আপনার সাইট এ post করবেন না… এ রকম করাকে Medical এর ভাষাই বলা হয় ভেজাল বা Adulteration…..
৫. আপনি চাইলে ভালো কোনও ব্লগিং সাইট কে অনুসরন করতে পারেন…
৬. সাইট সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে ভিজিটর বাড়ানোর দিকে মনোযোগ দিন+SEO প্রাথমিক বিষয় গুলি apply করুন (backlink, forum post etc)….
৭. আপনার মূলধন বলতে লাগবে শুধু মাত্র একটা ভাল পিসি আর ডোমেইন/হোস্টিং এর জন্য ২ থেকে ৩ হাজার টাকা…

MDRAK

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 TECH 2U BD.

Designed by Templateism |